তার টিউমার অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুরের চিকিৎসকরা।
Published : 03 Jul 2023, 07:56 PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে।
সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষায় তা ধরা পড়ে বলে তার ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন জানিয়েছেন।
তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই হাসপাতালে পরীক্ষার পর রিপোর্টে টিউমার শনাক্ত হয়েছে। তার চিকিৎসক অধ্যাপক ইউ শেন শাই জানিয়েছেন, বাবার ব্রেইনের বহির্ভাগে একটি স্ফেনয়েড উইং মেনিনজিওমা শনাক্ত হয়েছে।”
এই টিউমার অপসারণের সিদ্ধান্ত চিকিৎসকরা নিয়েছেন জানিয়ে তিনি বলেন, “বাবার বয়সের কথা বিবেচনা করে আপফ্রন্ট রেডিও থেরাপির মাধ্যমে টিউমারটি অপসারণের সিদ্ধান্ত হয়েছে।”
বাবার আরোগ্য কামনায় দলের নেতা-কর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন মারুফ। তিনি ও তার মা বিলকিস আক্তার হোসেন এখন সিঙ্গাপুরে রয়েছেন।
৭৬ বছর বয়সী খন্দকার মোশাররফ গত ১৮ জুন রাতে ঢাকার নিজের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে গত ২৬ জুন সিঙ্গাপুরে নেওয়া হয় এই বিএনপি নেতাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে শিক্ষকতা ছেড়ে পুরোদমে রাজনীতিতে আসা খন্দকার মোশাররফ ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। কুমিল্লার দাউদকান্দি থেকে বিএনপির টিকেটে চারবার সংসদ সদস্য হন তিনি।
১৯৯৪ সাল থেকে তিনি বিএনপির নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তিনি ১৯৯১-৯৬ ও ২০০১-০৬ মেয়াদের খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন।