এই বিএনপি নেতা বলেছেন, সুষ্ঠু ভোটে যদি আওয়ামী লীগ নির্বাচিত হয়, তাহলে তিনিই প্রথম দলটিকে অভিবাদন জানাবেন।
Published : 14 Dec 2023, 01:40 PM
আগামী দ্বাদশ সংসদ নির্বচন কেমন হবে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান টানলেন বানরের পিঠা ভাগের গল্প।
তার ভাষায়, “যা হতে চলেছে, সেটি নির্বাচন নয়, হবে ভোট ভাগাভাগি।”
সুষ্ঠু ভোটে যদি আওয়ামী লীগ নির্বাচিত হয়, তাহলে তিনিই প্রথম দলটিকে অভিনন্দন জানাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন এই বিএনপি নেতা।
বৃহস্পতিবার সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মঈন খান।
তিনি বলেন, “আগামী ৭ তারিখ কোনো নির্বাচন বলে কিছু হবে না। এখানে ভোট ভাগাভাগি চলছে। এই নির্বাচনের ফলাফল ঢাকায় বসে নির্ধারণ করা হচ্ছে। আজকে যেটা হচ্ছে সেটা নির্বাচন নয়, সেটা হচ্ছে বানরের পিঠে ভাগাভাগি… সেই কাজগুলো আপনারা (সরকার) প্রকাশ্যে করছেন।
“ভোটের সিট ভাগাভাগি করে যে ফলাফল নির্ধারণ করা হয়েছে ৭ তারিখে সেই ফলাফলই শুধুমাত্র ঘোষণা করা হবে।“
ক্ষমতাসীনদের ‘সংঘাতের পথ’ ছাড়ার আহ্বান জানিয়ে মঈন খান বলেন,”শান্তিপূর্ণ পথে রাজনৈতিক অচলাবস্থার অবসানে সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা ক্ষমতা ছেড়ে দিন। যারা দাবি করে অনেক উন্নয়ন করেছে, তাহলে কেন ভয় পায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ভোটে আসতে?”
সরকারকে নির্বাচনি পরিবেশ তৈরি দেওয়ার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “আপনারা সুষ্ঠু নির্বাচনে যদি জয়লাভ করেন, আমি সর্বপ্রথম আপনাদেরকে অভিবাদন জানাব। কিন্তু বাস্তবতা হচ্ছে, আপনারা দেশের জনগণকে ভয় পান, সুষ্ঠু নির্বাচনকে ভয় পান।”
একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং স্বাধীনতার আগ মুহূর্তে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা নিয়েও কথা বলেন মঈন খান।
তিনি বলেন, “দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে এসে আজকে যেখানে দাঁড়িয়েছি, সেখানে আমরা একই ঘটনা দেথছি… এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, এখানে মানুষের ভোটের অধিকার নেই, এখানে মানুষের গণতন্ত্র নেই...।”
সরকার পতনের আন্দোলনে থাকা বিএনপির এই নেতার কথা হল, তারা আন্দোলন করছেন মানুষের ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য।‘
তিনি বলেন, “সরকার হয়ত বুলেট দিয়ে, টিয়ার গ্যাস ছুঁড়ে, সাউন্ড গ্রেনেড দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করতে পারে, কিন্তু শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক উপায়ে আমরা গত দেড় বছর যাবত প্রতিবাদ করে এসেছি… এই প্রতিবাদ আমরা করে যাবে, বাংলাদেশে কোনো একদলীয় সরকার থাকতে পারবে না।
“পৃথিবী বিভিন্ন দেশে আমরা দেখেছি যারা এভাবে বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে রেখেছে, কিন্তু যখন জনস্রোত আসে, তখন ক্ষমতা তারা ছেড়ে দিতে বাধ্য হয়।”
স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় মঈন খানের সঙ্গে ছিলেন দলের দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা আবদুল হাই শিকদার, মাহবুব উদ্দিন খোকন, মোস্তাফিজুর রহমান বাবুল, তাইফুল ইসলাম টিপু, পারভেজ রেজা কাকন, রফিক শিকদার, আবেদ রাজা, পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী।
শহীদ বুদ্দিজীবী দিবস উপলক্ষে ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় অফিসগুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আলোচনা সভা হয়।