বিশ্বের অন্যতম ‘শীর্ষ ধনী রাজনীতিক’ বিকল্পের মান্নান
নিজস্ব প্রতিবেদক,
Published: 21 Nov 2014 11:21 PM BdST Updated: 22 Nov 2014 01:04 AM BdST
-
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নানকে বিশ্বের অন্যতম ‘সেরা ধনী রাজনীতিক’ বলেছেন তার দলের এক নেতা।
‘বিকল্প যুবধারা’র দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সামরিক বাহিনী থেকে অবসরের পর রাজনীতিতে আসা মান্নানকে দুই বার এই অভিধা দেন বিকল্প ধারার সহযোগী সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাচ্চু।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত মান্নান অবশ্য তাকে নিয়ে ওই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাননি।
অনুষ্ঠানে বক্তব্যের সম্বোধন অংশে আসাদুজ্জামান বাচ্চু বলেন, “আমাদের সম্মুখে উপস্থিত আছেন, সারা বিশ্বের অন্যতম ধনী রাজনীতিবিদ মেজর (অব.) আব্দুল মান্নান। আমি আবার বলছি, তিনি সারা বিশ্বের অন্যতম ধনী রাজনীতিবিদ।”
এই কথা বলার সময় বাচ্চুর দিকে তাকান মান্নান। এরপর বক্তব্য দেন বিকল্প ধারার মহাসচিব, তবে সেখানে বাচ্চুর বক্তব্যের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তিনি।

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এছাড়া ইস্টার্ন ইন্সুরেন্স লিমিটেডের পরিচালক পদেও রয়েছেন মান্নান। এর বাইরে পানীয়, এয়ারলাইন্স ও ওষুধের ব্যবসা রয়েছে তার।
বিএনপির সাবেক এই নেতার মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদরা।
অনুষ্ঠানে মান্নান বলেন, সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।
“ইমরান খান বলেছিল, পাকিস্তান-বাংলাদেশের মতো দেশে দুই দলের বাইরে অন্য দলের দাঁড়ানো কঠিন। তবে অসম্ভব নয়।”
পরে এই প্রসঙ্গে কথা বলেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীও।
তিনি বলেন, “মেজর মান্নান ইমরান খানকে প্রশ্ন করেন, ‘আপনি এতো অল্প সময়ের মধ্যে এতগুলো আসন কেমনে দখলে নিলেন।’
“জবাবে ইমরান জানিয়েছিল, ‘আমি একদিনও বিশ্রাম করি না। প্রতিদিন আমি জগনণের কাছে যাই। শুধু আমি নই, আমাদের সকল নেতাকর্মী মানুষের কাছে যায়’।”
এ সময় বদরুদ্দোজা চৌধুরী উপস্থিত নেতাকর্মীদের একটি শপথ পড়ান, যাতে প্রত্যেককে প্রতিদিন অন্তত ১০ জনের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা বলা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে বদরুদ্দোজাকে নিজের রাজনৈতিক শিক্ষক হিসাবে পরিচয় করিয়ে দেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ।
বদরুদ্দোজার কাছ থেকে শিক্ষা না পেলে তার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ বোঝা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।
বিকল্প ধারার সঙ্গে বিএনপির ‘মিঠেকড়া’ অতীত ভুলে ‘গণতান্ত্রিক পরিবেশ’ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‘বদরুদ্দোজা চৌধুরী আদর্শের শক্তি সঞ্চালন করতে পারেন’-মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “বিকল্প ধারাকে আমি ছোট দল বলব না। কারণ সব সময় একই মাপকাঠিতে ছোট- বড় মাপা যায় না। কর্মীদের গুণাবলীর দিক থেকে আমাদের থেকে এগিয়ে।”
-
গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতারা
-
ধর্মীয় নেতাদের মুক্তি দিন: ফখরুল
-
ফেইসবুক লাইভ: নূরের বিরুদ্ধে আরেকটি মামলা
-
প্রধানমন্ত্রীকে খোলা চিঠি জাফরুল্লাহর
-
প্রতিষ্ঠার ৪৯তম বর্ষ উদযাপনে কৃষক লীগ
-
ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা রয়েছে: কাদের
-
কোভিডে আক্রান্ত এমপি বাদশা ‘সেরে উঠছেন’
-
মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
সর্বাধিক পঠিত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
- লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়
- কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত
- গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতারা
- কোভিডে আক্রান্ত ব্যাংককর্মীর ক্ষতিপূরণ নেই, মৃত্যুতে সর্বোচ্চ ৫০ লাখ টাকা
- চিকিৎসক-পুলিশ পাল্টাপাল্টি বিবৃতি
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- পাল্টে গেল চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট