হবিগঞ্জে বিএনপির সুজাত মিয়া নির্বাচিত

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়া নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2011, 09:11 AM
Updated : 27 Jan 2011, 09:11 AM
হবিগঞ্জ, জানুয়রি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়া নির্বাচিত হয়েছেন।
তিনি প্রায় দেড় হাজার ভোটে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেন চৌধুরীকে হারিয়েছেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে সুজাতকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের দেওয়ান ফরিদ গাজী।
ফরিদ গাজীর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।
এই আসনের ১৭৫টি কেন্দ্রের ফল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা উপনির্বাচন কমিশনার মো. এমরান মিয়া।
তিনি জানান, বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়া (ধানের শীষ) ৮১ হাজার ৩৩০ ভোট পেয়েছেন।
আওয়ামী লীগ প্রার্থী মুশফিক হোসেন চৌধুরী (নৌকা) পেয়েছেন ৮০ হাজার ৪৫ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য লুৎফল হাই সাচ্চুর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিরোধীদল বিএনপি কেন্দ্র দখলসহ ভোট কারচুপির অভিযোগ করেছে। তারা ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি কেন্দ্রে আবার ভোট দাবি করেছে।
অন্যদিকে নির্বাচন কমিশন বলেছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.