প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরে কোনো ‘অর্জন’ নেই: ফখরুল

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান নিউ ইয়র্ক সফরে কোনো ‘অর্জন’ নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2021, 10:33 AM
Updated : 26 Sept 2021, 10:33 AM

রোববার সকালে কৃষক দলের নবগঠিত কমিটিকে নিয়ে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পর এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর অর্জন নিয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, “এখানে (প্রধানমন্ত্রীর নিউইর্য়ক সফরে) আমি কোনো আউটকাম পাইনি। এমনকি রোহিঙ্গাদের যে সমস্যা সেই সমস্যারও তিনি (প্রধানমন্ত্রী) কোনো সমাধান নিয়ে আসতে পারেননি।”

দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বা সরকার কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এখনও পর্যন্ত সরকারের কেউ রোহিঙ্গা ইস্যুতে ‘স্টেকহোল্ডার’ দেশ চীন ও ভারত পর্যন্ত যেতে পারেনি।

২১ সেপ্টেম্বর শুরু হওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিয়ে শুক্রবার সেখানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ নেতা-কর্মীদের নিয়ে সকাল সাড়ে ১১টায় চন্দ্রিমা উদ্যানে যান বিএনপি মহাসচিব।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন, কৃষক দলের নতুন কমিটির জ্যেষ্ঠ  সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, সহসভাপতি গৌতম চক্রবর্তী, যুগ্ম সম্পাদক টিএস আইয়ুব, মোশাররফ হোসেন ও দফতর সম্পাদক শফিকুল ইসলাম সেখানে ছিলেন।

গত ২০ সেপ্টেম্বর কৃষক দলের ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় বিএনপি। ২২ বছর পর গত ১২ মার্চ চতুর্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠান হলেও দীর্ঘ পাঁচ মাস পরে এই আংশিক কমিটি পেলো কৃষক দল।

সর্বশেষ ১৯৯৮ সালে গঠিত কমিটির সভাপতি ছিলেন মাহবুব আলম তারা এবং সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।