আড়িয়াল বিলে কৃষকের ধান কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ

মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে কৃষকের ধান কেটে দেওয়া শুরু করেছে স্বেচ্ছাসেবক লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2021, 02:59 PM
Updated : 23 April 2021, 06:02 PM

শুক্রবার জেলার শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে কৃষক আবুল বেপারীর ছয় বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে সংগঠনের নেতাকর্মীরা।

সভাপতি সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এই কর্মসূচিতে অংশ নেন।

নির্মল রঞ্জন গুহ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে করোনায় ঘরবন্দি কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যেকোনো দুর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, মহিলা সম্পাদক সালমা হাই টুনি ,উপ ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিশাদ শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামীম চৌধুরী চঞ্চল ধান কাটা কর্মসূচিতে অংশ নেন।