সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী গুরুতর অসুস্থ

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি শওকত আলীর অবস্থা সঙ্কটাপন্ন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2020, 02:36 PM
Updated : 29 Oct 2020, 04:45 PM

অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

শওকত আলীর মেয়ে মেরিনা শওকত বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্বুর অবস্থা ভালো নয়, উনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন।”

৮৪ বছর বয়সী শওকত আলী কিডনি, ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, হৃদরেোগ, নিউমোনিয়ায় ভুগছেন।

তবে তার করোনাভাইরাস নেগেটিভ এসেছে বলে জানান মেয়ে।

বাবার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেরিনা।

অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ৬ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়।

শওকত আলী মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।