বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান বিএনপির

ঈদুল আজহার আগে করোনাভাইরাস ও বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2020, 04:48 AM
Updated : 31 July 2020, 04:48 AM

মুসলিম উম্মার প্রতি শুভেচ্ছা জানিয়ে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, দেশ এখন এক চরম দুঃসময় অতিবাহিত করছে। করোনাভাইরাস মহামারী ও ভয়াবহ বন্যায় সারা দেশের মানুষ বিপর্যস্ত, অসুস্থতা ও ক্ষুধার জ্বালায় হাহাকার করছে অসহায় মানুষ। তাদের দিন কাটছে জীবন-মৃত্যুর অজানা আশংকায়।

“কয়েক মাস ধরে করোনাভাইরাতে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ, চিকিৎসা না পেয়ে হাসপাতালের বারান্দায় বারান্দায় কাতরাচ্ছে। অথচ সরকার নির্বিকার। তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে নানা ধরণের প্রহসন ও নাটক প্রদর্শন করছে।

তাই এই ত্যাগের উৎসবের দিনে অসহায়-নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।