৭ দাবিতে মহাসমাবেশের ঘোষণা মুক্তিযোদ্ধা লীগের

মুক্তিযোদ্ধাদের বন্ধ ভাতা চালুসহ ৭ দফা দাবি ২৬ মার্চের মধ্যে পূরণ না হলে মহাসমা‌বে‌শ করবে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2019, 11:27 AM
Updated : 8 Dec 2019, 11:37 AM

রোববার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এই ঘোষণা দেয় আওয়ামী লীগ সমর্থক সংগঠন‌টি।

সমাবেশে মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মো. মজিবুর রহমান বলেন, “আওয়ামী লীগ ১১ বছর যাবৎ ক্ষমতায় আছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের সমস্যার সমাধান ও ভাগ্যের পরিবর্তন এখনও হয় নাই।”

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাইয়ের প্রক্রিয়ায় আপিল শেষ না হওয়া পর্যন্ত ভাতা বন্ধ করা যাবে না বলে প্রতিশ্রুতি থাকলেও মন্ত্রণালয় তা বন্ধ করে দিয়েছে বলে বলে তার অভিযোগ।

মজিবুর বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের অনেক দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তে মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে। আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি।”

সমাবেশ থেকে দেওয়া ৭ দফা দাবিগুলো হল- মুক্তিযোদ্ধাদের বন্ধ ভাতা চালু; যে সব মুক্তিযোদ্ধাদের মুক্তিবার্তা, গেজেট, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা ও প্রধানমন্ত্রীর সনদ আছে তাদের কোন যাচাই-বাছাই ছাড়াই সনদ দেওয়া; বিজয় দিবসে ৫ হাজার টাকা সম্মানী ভাতা দেওয়া; জামুকা বাতিল; মুক্তিযোদ্ধাদের কর্মসংস্থানের জন্য ২০ লাখ টাকা বিনা সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা; মাসিক ভাতা ২০ হাজার টাকা করা; মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য স্বতন্ত্র হাসপাতাল নির্মাণ ইত্যাদি।