ফরহাদের মৃত্যুবার্ষিকীতে সিপিবির কর্মসূচি

দলের নেতা মোহাম্মদ ফরহাদের ৩১তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 12:18 PM
Updated : 8 Oct 2018, 12:18 PM

সিপিবির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফরহাদ ১৯৮৭ সালের ৯ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাজধানী মস্কোতে মারা যান।

মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার সকাল ৮টায় বনানী কবরস্থানে তার সমাধিতে সিপিবিসহ বিভিন্ন দল-সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বিকালে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তন হবে স্মরণসভা।

ফরহাদের জন্মস্থান পঞ্চগড়ের বোদায় সাকুয়া হাসপাতাল মাঠে বিকেল ৫টায় সিপিবি’র উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক বিবৃতিতে ফরহাদের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলের সব জেলা, উপজেলা ও শাখার প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তি ফরহাদের জন্ম ১৯৩৮ সালের ৫ জুলাই পঞ্চগড়ে।

ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী লড়াইয়ে নেতৃত্বের ভূমিকা পালন করেন তিনি।

৩৫ বছরের ঘটনাবহুল রাজনৈতিক জীবনে তিনি পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে জিয়া-এরশাদের আমলে প্রায় ১৪ বছর আত্মগোপন বা কারান্তরালে ছিলেন।