‘নামে-বেনামে’ ফেইসবুক আইডি খুলুন: এইচ টি ইমাম
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2018 11:53 PM BdST Updated: 13 Sep 2018 04:46 PM BdST
সোশাল মিডিয়ায় অপপ্রচারের জবাব দিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে তৎপরতা বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
নির্বাচনের আগে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চলতে পারে বলে আওয়ামী লীগ নেতাদের আশঙ্কা প্রকাশের মধ্যে বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ ও মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার্স কল্যাণ সমিতি’র এক আলোচনা সভায় একথা বলেন ইমাম।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, “সোশ্যাল মিডিয়ার বড় অংশই বিএনপি-জামায়াতের দখলে রয়েছে। তারা সেটার মাধ্যমে দেশে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে আমাদেরকে নজর দিতে হবে।”
অপপ্রচারের পাল্টা জবাব দিতে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানাতে গিয়ে এক পর্যায়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “সোশ্যাল মিডিয়ায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বৃদ্ধিতে আপনাদের নাতি-নাতনিদের নামে-বেনামে একটার জায়গায় ১০টা কেন, প্রয়োজনে একশটা ফেইসবুক আইডি খুলতে বলুন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সম্পৃক্ত করুন।”
‘দেশের স্বার্থে’ আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান এইচ টি ইমাম।
তিনি বলেন, “এই নির্বাচনে জয়ের কোনো বিকল্প নেই। যদি স্বাধীনতা বিপক্ষের শক্তি বিজয় অর্জন করে তাহলে দেশে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছি।”
“আমাদের প্রতিপক্ষকে এত দুর্বল ভাবলে হবে না। তাদেরকে চিনতে হবে, তারা কোথায় আছে, কী করে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর আগামী লড়াইয়ে শুধু প্রতিহত নয়, স্বাধীনতাবিরোধী শক্তিকে ধ্বংস করতে হবে।”
নির্বাচন প্রসঙ্গে ইমাম বলেন, “ডিসেম্বরে নির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রশাসন সহায়ক সরকারের অধীনে চলে যাবে। কিন্তু বর্তমান আমরা সরকারে আছি তাই এখন থেকে আমাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং গ্রামাঞ্চল, পাড়া-মহল্লায় সব জায়গায় নির্বাচনের খবর পৌঁছে দিতে হবে।”
-
দেশে ফিরেছেন রওশন
-
সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
-
পদ্মা সেতুতে উঠবেন কি না, ‘ভয়ে’ বিএনপির হারুন
-
আলালকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ
-
তারেক-জোবাইদার রিট খারিজ, দ্রুত মামলা নিষ্পতির নির্দেশ
-
আবারও কোভিড আক্রান্ত মির্জা ফখরুল
-
এই সেতু ‘অপমানের প্রতিশোধ’: কাদের
-
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মত ‘প্রজ্ঞার’ পরিচয় দিয়েছেন: জাফরুল্লাহ
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- পদ্মা সেতুতে উঠবেন কি না, ‘ভয়ে’ বিএনপির হারুন