যুবদল নেতা টুকু ৩ দিনের রিমান্ডে

ঢাকার শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2018, 12:21 PM
Updated : 20 June 2018, 12:22 PM

পুলিশের আবেদনে বুধবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই রিমান্ডের এই আদেশ আদালত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

সুলতান সালাউদ্দিন টুকু (ফাইল ছবি)

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মুহম্মদ সাইফুল ইসলাম খান যুবদল নেতা টুকুকে হেফাজতে চেয়ে গত ১২ জুন সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

কিন্তু ওই দিন মামলার কেস ডকেট না থাকায় আদালত ২০ জুন রিমান্ড আবেদনের শুনানির তারিখ ঠিক করে টুকুকে কারাগারে পাঠিয়ে দিয়েছিলেন।

বুধবার শুনানির সময় টুকুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

সানাউল্লাহ মিয়া, গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেনসহ আইনজীবীরা টুকুর জামিনের আবেদন জানালেও তা নাকচ করেন বিচারক।

টুকুর বিরুদ্ধে মামলাটি হয়েছে গত ৬ মার্চ বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে।

মামলায় বলা হয়, সেদিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন শেষে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে  বের হতে চেষ্টা করে। বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে ও গাড়ি ভাংচুর করে।

এই ঘটনায় শাহবাগ থানার এসআই সুজন কুমার রায় বাদী হয়ে ওই ‍দিনই শাহবাগ থানায় মামলাটি করেন।

টুকুকে গত ১২ জুন রাতে ঢাকার উত্তরায় তার বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা  পুলিশ (ডিবি)।