ডিএনসিসি উপ-নির্বাচন: মনোনয়নপত্র নিয়েছেন সাকি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 12:51 PM
Updated : 16 Jan 2018, 01:34 PM

বাম দলগুলো মেয়র পদে সাকিকে সমর্থন দেবে বলে গণসংহতির নেতারা জানিয়েছেন। তবে দলটির নিবন্ধন না থাকায় সাকিকে স্বতন্ত্র প্রার্থী হতে হবে।

তিন বছর আগে অনুষ্ঠিত ঢাকা উত্তরের প্রথম নির্বাচনে টেলিস্কোপ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৭ হাজার ৩৭০ ভোট পেয়েছিলেন সাকি। ওই নির্বাচনে বিজয়ী আনিসুল হক পেয়েছিলেন ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট।

আনিসুল হকের মৃত্যুতে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় উপ-নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় রয়েছে আর দু’দিন।

বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল এবং আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আতিকুল ইসলাম এখনও মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

মঙ্গলবার আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জোনায়েদ সাকি এবং নাগরিক ঐক্যের জিন্নুর আহমেদ চৌধুরীসহ পাঁচজন মনোনয়নপত্র কেনেন। অন্যরা হলেন স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহী ফারুক আহমেদ, এস এম গোলাম রেজা ও খালেদা খানম রুনু।

সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত মেয়র পদে ১৯ জন মনোনয়নপত্র নিয়েছেন।

সাধারণ কাউন্সিলর পদে ৪১২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮১ জন মনোনয়নপত্র নিয়েছেন বলেও তিনি জানান।

দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা রকিউদ্দিন মন্ডল জানান, ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৮৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন মনোনয়নপত্র নিয়েছেন।