স্থানীয় নির্বাচনের নামে পরিস্থিতি ঘোলা করে কালক্ষেপণ না করার পরামর্শ দিয়েছে জোটটি।
Published : 18 Feb 2025, 07:31 PM
স্থানীয় নির্বাচন নয়, বরং এ বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জোটের ৭ সদস্যের প্রতিনিধি দল।
এসময় এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির চার কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন।
পরে জোটের আহ্ববায়ক ইকবাল কবির জাহিদ বলেন, “বৈঠকে জোটের পক্ষ থেকে ৭টি বিষয় তুলে ধরা হযেছে। এখন প্রথম কর্তব্য সামনে আসে গণতান্ত্রিক একটা ব্যবস্থার ভেতরে ফিরে যাওয়া।
“সে কারণে আমরা বলেছি-দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হোক। জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হোক। ইতোমধ্যে জাতীয় সংসদ না স্থানীয় নির্বাচন ইত্যাদি বিতর্ক উত্থাপন করে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে মনে করি, জাতীয় সংসদ নির্বাচন আগে সম্পন্ন করা উচিত এবং এ বছরের ভেতরেই তা সম্পন্ন করা উচিত।”
তা না হলে পরাজিত শক্তিসহ নানাভাবে, নানা ধরনের ষড়যন্ত্রের যে শক্তি ক্রিয়াশীল রয়েছে, তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
“ফলে দেশের অর্থনৈতিক, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা সঙ্কট, সংখ্যালঘু মানুষের নিরাপত্তা সঙ্কট এবং মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা নিয়েও অর্থাৎ নির্বাচিত একটা সরকার হবে সে পরিবর্তন, তা নিয়ে নানা প্রশ্নের মধ্যে আমরা আছি।” বলেন জোটের আহ্বায়ক।
সিপিবি সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর মাসুদ রানান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু এবং সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী বৈঠকে উপস্থিত ছিলেন।