“বেনজীর… চোরের রাজা, দুর্নীতির রাজা কী করে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হন?”
Published : 13 Jun 2024, 01:21 PM
সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ ‘সরকারের সহযোগিতায়’ দেশত্যাগ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “বেনজীর… চোরের রাজা, দুর্নীতির রাজা কী করে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হন?
“যদি সরকার গণতান্ত্রিক হত, যদি সরকার জনগণের ভোটে নির্বাচিত হত, যদি সরকার বাংলাদেশের মানুষের সমর্থনের সরকার হাত, তাহলে আমাদের শ্রদ্ধেয় মহাসচিবের ভাষায় বেনজীর… এই বেনজীর লোকটিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে সহযোগিতা করত না। সেজন্য জনগণ বলা শুরু করেছে এই সরকার চোরের রাজা, এই সরকার দুর্নীতির রাজা। এই সরকার জনগণের সরকার না।”
জয়নুল আবদিন ফারুক বলেন, “যে সরকারের আমলে আমাদের ভাইয়েরা রিকশা চালায়, যে সরকার আমলে আমাদের ভাইয়েরা রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোর্টে হাজিরা দেয়, যে সরকারের আমলে আমাদের সিনিয়র নেতাদেরকে গ্রেপ্তার করা হয়, যেই দেশে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে মিথ্যা মামলায় জেলে বন্দি করে রাখা হয়, যে কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অসত্য মিথ্যা মামলায় সাজা দিতে পারে, সেই সরকার এদেশের ক্ষমতায় থাকার অধিকার নাই।”
আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণের ‘কোনো সমর্থন নেই’ দাবি করে এই বিএনপি নেতা বলেন, “তাদের পায়ের তলায় মাটি নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। আমি বলতে চাই, কোনো কলাকৌশলে কাজ হবে না, বিলম্বে হলেও আপনাদেরকে জনগণ বিতাড়িত করবে, বিলম্বে হলেও আপনারা পদত্যাগ করতে বাধ্য হবেন।”
সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মত দেশে আরও‘ দুর্নীতিবাজ’ রয়েছে মন্তব্য করে সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক প্রশ্ন করেন– কেন সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তা জনগণ জানতে চায়।
জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘আজিজ আহমেদ ও বেনজীর আহমেদসহ ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের’ দাবিতে এই মানববন্ধন হয়।
গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে মানবন্ধনে বিএনপির সাংগঠনকি সম্পাদক আবদুস সালাম, শিশু বিষয়ক সম্পাদক আবদুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা মাওলানা শাহ নেসারুল হক, আকম মোজাম্মেল, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মুনির, উলামা দলের মাওলানা আলমগীর হোসেন, কৃষক দলের জাহাঙ্গীর হোসেন, কাদের সিদ্দিকী, সাবেক ছাত্র নেতা আজমল হোসেন পাইলট বক্তব্য দেন।