ওবায়দুল কাদের বলেন, “এভাবে হঠাৎ করে চলে যাবেন আমরা ভাবিনি। আমাদের নেত্রীও তাকে খুব পছন্দ করতেন। আজকে তিনি চলে গেছেন, আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।”
Published : 26 Oct 2023, 07:00 PM
পদ্মা সেতু নির্মাণে আবুল হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা।
এ সময় ওবায়দুল কাদের বলেন, “আজকে একটা থানা কালকিনি থেকে ডাসার স্থাপনে তার একটা অবদান ছিল এবং ওই এলাকায় তিনি যেভাবে উন্নয়ন দিয়ে এলাকাকে নতুন সাজে সজ্জিত করেছেন, এটা ওই এলাকায় গেলেই চোখে পরবে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তিনি (আবুল হোসেন) চলে গেলেও তার স্মৃতিচিহ্ন মুছে যাবে না। পদ্মা সেতু নির্মাণে আবুল হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
“এভাবে হঠাৎ করে চলে যাবেন আমরা ভাবিনি। আমাদের নেত্রীও তাকে খুব পছন্দ করতেন। আজকে তিনি চলে গেছেন, আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমরা শ্রদ্ধা অর্পণ করেছি।”
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশের ভেন্যু নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা কিছু বলতে চাই না। সেটা পুলিশ জানে। অনুমতি দেয়ার মালিক পুলিশ। অনুমতি দেয়ার মালিক যারা তারা বুঝবে আর বিএনপি বুঝবে। এখানে আমরা বলার কে? এইটা তো আমাদের আওতায় না। আমরাও অনুমতি চেয়েছি। আমরাও অনুমতি নিয়েছি।
“আমরা একটা মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে এসেছি। এত কথার তো দরকার নেই। আমি দুপুরে এত কথা বলেছি। কথা একটাই বলছি- দ্য আনসার অব ভায়োলেন্স ইজ ভায়োলেন্স, নট সাইলেন্স। আর কিছু না। আমি নেগেটিভ কিছু বলতে চাই না।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, আব্দুর রহমান, মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা এসময় উপস্থিত ছিলেন।