তৃতীয়বার কোভিডে আক্রান্ত মির্জা ফখরুল

মির্জা ফখরুলকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডেএম জাহিদ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2023, 06:53 AM
Updated : 23 May 2023, 06:53 AM

ফের কোভিডে আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ নিয়ে তৃতীয়বারের মতো এই ভাইরাসে আক্রান্ত হলেন তিনি।

মহাসচিবের কোভিডে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডেএম জাহিদ হোসেন

জাহিদ হোসেন বলেন, “কয়েকদিন ধরে তিনি সর্দি-কাশিতে ভুগছিলেন। পরীক্ষার পর ফলাফল পজিটিভ এসেছে। মহাসচিব এখন স্কয়ার হাসপাতালে আছেন। চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছে।”

ফখরুলের ‘সার্বিক অবস্থা ভালো’ জানিয়ে জাহিদ হোসেন বলেছেন, অধ্যাপক রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ভালো আছেন এবং  তার কোভিড পরীক্ষার ফলাফল ‘নেগেটিভ’ এসেছে বলে জানান তিনি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিএনপি মহাসচিব কোভিডের চার ডোজ টিকা নিয়েছেন।

৭৫ বছর বয়সী এই রাজনীতিকের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। এর আগে দুইবার তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন।

এছাড়া শারীরিক অসুস্থতার কারণে চলতি বছর দুইবার হাসপাতালে যেতে হয়েছিল ফখরুলকে। প্রথমবার ১৫ জানুয়ারি এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

সেবার হাসপাতালে ভর্তির দুইদিন পর বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। এরপর ১০ ফেব্রুয়ারি সস্ত্রীক যান সিঙ্গাপুর। সেখানকার ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা শেষে দেশে ফেরেন ১৬ ফেব্রুয়ারি।

দেশে ফেরার কয়েকদিন পর অসুস্থ বোধ করায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ছিলেন।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপের জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয় তাকে।

পুরনো খবর

Also Read: আবারও কোভিড আক্রান্ত মির্জা ফখরুল

Also Read: সস্ত্রীক কোভিডে আক্রান্ত মির্জা ফখরুল

Also Read: হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ফের হাসপাতালে