“বাংলাদেশ গণতন্ত্রকে গলাটিপে হত্যা করার সহযোগী আপনারা (ভারত সরকার)। তাই আপনাদেরকে আমরা মানি না।”
Published : 22 Apr 2024, 04:48 PM
দেশে গণতন্ত্র না ফেরা পর্যন্ত ‘ভারতীয় পণ্য বর্জন’ এর আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, “ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলন চলছেই, চলবে। আমরা আপনাদের (ভারতের) বিরুদ্ধে নই, আমরা আপনাদের সরকারের বিরুদ্ধে। বাংলাদেশে অনেক গরীব মানুষ ভারতে আছেন, গণতন্ত্রকামী মানুষও ভারতে আছে, আমরা তাদেরকেও সমর্থন করি।
“বাংলাদেশ গণতন্ত্রকে গলাটিপে হত্যা করার সহযোগী আপনারা (ভারত সরকার)। তাই আপনাদেরকে আমরা মানি না। আপনাদের পণ্য, আপনাদের আগ্রাসনের বিরোধিতা আমরা করতেই থাকব, যতদিন পর্যন্ত বাংলাদেশ এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না হবে।
জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই মানববন্ধন হয়।
সরকারের উদ্দেশে জয়নাল আবদিন ফারুক বলেন, “আর বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবেন না। বিএনপি বসে থাকবে না। বিএনপি এমন একজন নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে, আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কথা দিয়ে যেতে পারি, আন্দোলনে আমরা পিছু হটি নাই, আন্দোলনে শক্তি অর্জন করেছি।”
“বিজয় অবশ্যই বাংলাদেশের জনগণের হবে। এই আন্দোলনে নেতৃত্ব দেবেন তারেক রহমান।”
নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রান্তিক ও জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অপর্ণা রায়সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।