"গ্রেপ্তার করে আনার পর শুক্রবার ভোরে থানার সামনে মিঠুনের সমর্থকরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন”, বলেন নিউ মার্কেট থানার ওসি।
Published : 24 Jan 2025, 06:54 PM
দুই কম্পিউটার ব্যবসায়ীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে রাজধানীর নিউ মার্কেট থানার সামনে পুলিশের ওপর হামলা হওয়ার অভিযোগ উঠেছে।
নিউ মার্কেট থানার ওসি মোহসিন উদ্দিনের ভাষ্য, হামলায় নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
এলিফ্যান্ট রোডে ‘মাল্টিপ্লান সেন্টারের’ সামনে দুই কম্পিউটার ব্যবসায়ীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসাইন মিঠুনকে।
ওসি বলেন, "মিঠুনকে গ্রেপ্তার করে আনার পর তার ৫০-৬০ জন সমর্থক থানার সামনে হাজির হন। এরপরই তারা হামলা চালিয়ে মিঠুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
“তারা ছিনিয়ে নিতে না পারলেও কয়েকজন পুলিশ সদস্য হামলায় আহত হয়েছেন।”
এই ঘটনায় নিউ মার্কেট থানার এসআই ওমর ফারুক মামলা করেছেন। মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সাতজনের মধ্যে মিঠুনও রয়েছেন।
বাকি ছয়জন হলেন- বশির ইসলাম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ইমন, মাসুম মাহমুদ, মোহাম্মদ আলামিন ও আকবর আলী।
১০ জানুয়ারি এলিফ্যান্ট রোডে ‘মাল্টিপ্লান সেন্টারের’ সামনে কম্পিউটার ব্যবসায়ী এহতেসামুল হক ও ওয়াহিদুল হাসান দিপুকে ১০-১২ জনের একটি গ্রুপ এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।
পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, "দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় রাসেল নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। তিনি রিমান্ডে আমাদের বলেছেন, মিঠুনের নির্দেশে ঘটনার দিন তিনি সেখানে গিয়েছিলেন।
"সে অনুযায়ী আমরা মোবাইল নম্বর ট্র্যাক করে অভিযান চালিয়ে ঢাকার ৩০০ ফিট এলাকা থেকে মিঠুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।"