বৈঠকে গণঅধিকার পরিষদের নেতৃত্ব দেন নুরুল হক নুর এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে ছিলেন ইসমাইল সম্রাট।
Published : 10 Sep 2024, 10:58 PM
আগামী দিনের রাজনীতিতে বিএনপির সঙ্গে থাকতে মতৈক্যে পৌঁছেছে গণঅধিকার পরিষদ ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকের ধারায় মঙ্গলবার ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংগঠন দুটির সঙ্গে পৃথক বৈঠক করে বিএনপি।
বৈঠকে গণঅধিকার পরিষদের নেতৃত্ব দেন নুরুল হক নুর এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে ছিলেন ইসমাইল সম্রাট।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের সঙ্গে আলোচনা হয়েছে।
“আপনারা জানেন এতদিন ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা নিবিড়ভাবে ও ঘনিষ্ঠভাবে আন্দোলন করেছি। শেখ হাসিনার পতন হয়েছে। আমরা দ্বিতীয়বারের মত স্বাধীন হয়েছি; এ দেশের ছাত্র-জনতা স্বাধীন হয়েছে।”
যগপৎ আন্দোলনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে মতৈক্যে পৌঁছানোর কথাও তুলে ধরেন আমীর খসরু।
তিনি বলেন, “আগামীর বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, এটা নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, বিগত দিনে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনেও ৩১ দফা যে সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি, তা আগামী দিনে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে আমরা বাস্তবায়ন করব ঐক্যবদ্ধভাবেই।
“আমরা এই অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি, সেটা আমরা করে যাব।”
সোমবার গণতান্ত্রিক বাম ঐক্য, ন্যাশনাল মুভমেন্ট ডেমোক্রেটিক-এনডিএম, গণঅধিকার পরিষদ (মিয়া মশিউজ্জামান) এবং গত ৬ সেপ্টেম্বর গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি ও ন্যাপের (ভাসানী) সঙ্গে বৈঠক করে বিএনপি।