বাম জোটের নতুন সমন্বয়ক সিপিবির প্রিন্স

তিন মাস পরপর জোটের সমন্বয়ক পরিবর্তনের ধারাবাহিকতায় প্রিন্স এ দায়িত্ব পেলেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2022, 11:33 AM
Updated : 18 August 2022, 11:33 AM

বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা শেষে জোটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার থেকেই তিনি দায়িত্ব পালন করবেন।

প্রগতিশীল দলগুলোকে সঙ্গে নিয়ে বৃহত্তর ঐক্য গড়তে ২০১৩ সালে আট দল নিয়ে গণতান্ত্রিক বাম মোর্চা গঠনের পর ২০১৮ সালের জুলাইয়ে বাম গণতান্ত্রিক জোটের ঘোষণা আসে। ওই বছর জোটগতভাবেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় দলগুলো।

জোটে অন্তর্ভুক্ত থাকা আটটি দলের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন সম্প্রতি নতুন মঞ্চে যোগ দেয়।

বাকি দলগুলো হলো- সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্কসবাদী), ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক আন্দোলন।

তিন মাস পর পর জোটের সমন্বয়ক পরিবর্তিত হয়। সেই ধারাবাহিকতায় প্রিন্স এ দায়িত্ব পেলেন।

তার আগে ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার এ দায়িত্বে ছিলেন।