গত দুই দিনে ১২ দলীয় জোট, গণঅধিকার পরিষদ, সিপিবি, বাসদের সঙ্গে বিএনপি বৈঠক করেছে।
Published : 21 Apr 2025, 09:57 PM
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে করণীয় ঠিক করতে ধারাবাহিক বৈঠকের তৃতীয় দিনে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছে বিএনপি।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার বিকালে প্রথমে লেবার পার্টি এবং সন্ধ্যায় জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
লেবার পার্টির ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। সমমনা জোটের ১১ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়েছেন সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ।
পরে এক সংবাদ ব্রিফিঙে নজরুল ইসলাম খান বলেন, “আমরা কী করতে পারি তা নিয়ে আমাদের শরীকদের সাথে কথা বলছি। তারই অংশ হিসেবে আজকে এই বৈঠক।
“প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কারণ আমরা দেখি না।”
গত দুই দিনে ১২ দলীয় জোট, গণঅধিকার পরিষদ, সিপিবি, বাসদের সঙ্গে বিএনপি বৈঠক করেছে।