Published : 26 Aug 2021, 09:01 PM
তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের বর্তমান সংকটময় মুহূর্তে জীবন বাঁচাতে অনেক আফগান নাগরিক কানাডার সাহায্য চাইছেন। সে সূত্রে কানাডার একজন রেজিস্টার্ড ইমিগ্রেশন কনসালটেন্ট (আরসিআইসি) হিসেবে আমার সাথেও অসংখ্য আফগান ইমেইলে যোগাযোগ করেছেন। গত এক সপ্তাহে কয়েক ডজন অনুরোধ আমি পেয়েছি। এর একটিতে ওয়াজিউল্লাহ (ছদ্মনাম) নামের এক ব্যক্তি লিখেছেন,
আমার নাম ওয়াজিউল্লাহ, আমি কানাডা পাড়ি জমাতে ইমিগ্রেশন ভিসা চাই। কানাডা সরকার আফগানদের জন্য যে পুনর্বাসন কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে, তার আওতায় আমি বিশেষ অভিবাসন ভিসার জন্য আবেদন করতে চাই। আমি আশরাফ গনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেছি এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারে কানাডিয়ান দূতাবাসের সাথে নিবিড়ভাবে কাজ করেছি। ফলে, আমি বর্তমানে আমার জীবনের জন্য গুরুতর হুমকি অনুভব করছি এবং এ কারণে আমার বিশেষ অভিবাসন ভিসা প্রয়োজন। দয়া করে আমাকে প্রয়োজনীয় সহায়তা দিন।
আবদুল-বাসেত (ছদ্মনাম) নামের অপর এক আফগান লিখেছেন,
আমি আফগানিস্তানের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেছি। আমি আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের অবকাঠামো পরিষেবা বিভাগের উপ-পরিচালক, আফগানিস্তানের জাতীয় পানি বিষয়ক ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সেচ এবং পানি সরবরাহ পরিচালক, আফগানিস্তানের পূর্ব অঞ্চলের সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কর্পোরেশনের পরিচালক হিসেবে কাজ করেছি, আফগানিস্তানের কৃষি মন্ত্রণালয়ের সেচ নকশা প্রকৌশলী এবং 'এনহ্যাম' (মার্কিন সেনাবাহিনী প্রকৌশলীদের প্রধান ঠিকাদার) এর উপ-প্রকল্প ব্যবস্থাপক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। তাছাড়া, আমি আফগানিস্তানে বিশ্বব্যাংকের স্বল্প মেয়াদী পরামর্শক হিসেবেও কাজ করেছি। এসব পরিচয়ের কারণে আমি ও আমার পরিবার বর্তমানে গুরুতর ঝুঁকির সম্মুখীন। এ অবস্থায় কানাডা পালিয়ে যাবার বিষয়ে আপনার সহযোগিতা একান্তভাবে কামনা করি।
মানবিক কারণে আমরা, কানাডার ইমিগ্রেশন প্রফেশনালরা, কোনও প্রকার পরামর্শ ফি না নিয়েই এ ধরনের আবেদনকারীদের যথাসম্ভব সহযোগিতা দিয়ে যাচ্ছি। এটা আমাদের মানবিক দায়িত্ব। কানাডিয়ান রেজিস্টার্ড কন্সাল্টেন্টদের কয়েকটি গ্ৰুপ পরষ্পর সমন্বয়ে এ ধরনের সহযোগিতা দেওয়ায় জোর দিয়েছে এবং তা অব্যাহত রেখেছে।
বরাবরের মতো কানাডা সরকার আফগানিস্তানের অবনতিশীল পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ আফগানদের উপর ঝুঁকি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। কানাডার বিশেষ অভিবাসন কর্মসূচি ইতোমধ্যে অনেক আফগানকে কানাডায় নিয়ে এসেছে, এবং বর্তমান সংকটময় সময়েও তাদের যথাসম্ভব সুরক্ষা দেওয়ায় দিনরাত কাজ করছে।
তালেবানরা আফগানিস্তানের প্রায় সব অঞ্চলে দখল অব্যাহত রাখায় অনেক আফগানদের জীবন হুমকির মুখে রয়েছে। ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন অনেক আফগান নাগরিক। ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলায় সাহায্য করার জন্য কানাডা গত সপ্তাহে ঘোষণা করেছে যে, কানাডা ২০ হাজার দুর্বল আফগানদের অভিবাসন সুযোগ দিবে, যারা তালেবান দ্বারা হুমকির সম্মুখীন হয়েছেন এবং আফগানিস্তান ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।
আফগানিস্তানে কানাডার বিভিন্ন উদ্যোগে অবদান রাখা আফগানদের জন্য কানাডা বিশেষ অভিবাসন কর্মসূচি বাস্তবায়ন চালিয়ে যাবে বলে দেশটির সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঘোষণা দিয়েছেন। উপরন্তু, কানাডা বিশেষভাবে দুর্বল জনগোষ্ঠীর ওপর মনোযোগ কেন্দ্রিভূত করার জন্য একটি বিশেষ কর্মসূচি চালুর ঘোষণাও দিয়েছে। ইতোমধ্যে কানাডায় প্রচলিত আইন অনুযায়ী সেখানে স্বাগত জানানো হয়েছে আফগানিস্তানের নারীনেত্রী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু, এলজিবিটিআই ব্যক্তি এবং পূর্বে পুনর্বাসিত দোভাষীদের পরিবারের সদস্যদের। এ পরিকল্পনার আওতায় সাবেক আফগান সরকার সমর্থিত এবং ব্যক্তিগতভাবে স্পন্সর করা শরণার্থীদেরও স্বাগত জানানো হবে।
ঝুঁকিতে থাকা আফগানদের স্বাগত জানানোর মাধ্যমে কানাডা আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর চাপ কমাতে সাহায্য করবে। এসব শরণার্থীদের একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করবে বলেও কানাডা ঘোষণা দিয়েছে। কানাডা তাদের আন্তর্জাতিক এবং দেশিয় অংশীদার, বেসরকারি পৃষ্ঠপোষক এবং পুনর্বাসন সংস্থার সাথে নতুন কর্মসূচি বাস্তবায়ন শুরু করতে অঙ্গীকারাবদ্ধ, যদিও আবেদনকারীদের অবশ্যই অভিবাসনের সমস্ত স্বাভাবিক গ্রহণযোগ্যতা পূরণ করতে হবে। এসবক্ষেত্রে আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমাও দ্রুততর করা হবে।
আগে যেসব সংস্থা বা সংগঠন বিভিন্ন ঘটনায় কানাডায় অভিবাসনপ্রার্থীদের পুনর্বাসন প্রক্রিয়ায় ভূমিকা রেখেছে, তাদেরও সহযোগিতা করবে কানাডা সরকার। উদাহরণস্বরূপ, কানাডা সরকার অতীতে শত শত নির্যাতিত আফগান শিখ এবং হিন্দুদের পুনর্বাসনের জন্য মনমিত সিং ভুল্লার ফাউন্ডেশনের সাথে কাজ করেছে। গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশ জুড়ে কানাডিয়ানরা আফগান শরণার্থীদের জন্য শুভেচ্ছা প্রকাশ করে যাচ্ছেন, তারা তাদের বাড়ি এবং একইসাথে হৃদয় খুলে দিতেও আগ্রহ দেখাচ্ছেন। এ উৎসাহী সমর্থন আফগান শরণার্থীদের নিরাপত্তায় কানাডার হৃদয় নিঙ্ড়ানো ভালোবাসারই নামান্তর। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে পৃথিবীর সবার জন্যই কানাডা সমানভাবে উন্মুক্ত, এটি তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
কানাডার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হারজিৎ এস সজ্জন এর একটি উদ্ধৃতি দিয়ে এ লেখা শেষ করি। তিনি বলেছেন,
আফগানিস্তানের অবনতিশীল পরিস্থিতির কারণে কানাডিয়ানরা গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্বজুড়ে মানুষ জানে যে তারা প্রয়োজনের সময় কানাডার ওপর নির্ভর করতে পারে, এবং কানাডা দুর্বল আফগানদের জন্য সেখানে থাকবে। নারীনেত্রী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু, এলজিবিটিআই ব্যক্তি এবং অন্যান্য যারা এ কর্মসূচির আওতাভুক্ত, তারা এখানে কানাডায় নিরাপদ থাকবেন। আমি আমাদের দেশে তাদের স্বাগত জানাতে আগ্রহী।