স্কুটির হর্ন না শোনায় বধিরকে ছুরি মেরে খুন কিশোরীর

কিশোরী তার মাকে রেখেই তড়িঘড়ি ঘটনাস্থল ত্যাগ করে। পরে অন্য একটি এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2022, 07:36 AM
Updated : 26 July 2022, 07:36 AM

ভারতের ছত্তিসগড়ে ১৫ বছর বয়সী এক কিশোরীর ছুরিকাঘাতে শ্রবণ প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ওই কিশোরী তার মাকে সঙ্গে নিয়ে একটি স্কুটি চালিয়ে যাচ্ছিল। পথে সামনে সাইকেলে থাকা এক শ্রবণ প্রতিবন্ধী লোককে পাশ কাটিয়ে যাওয়ার জন্য সে হর্ন দেয়। কিন্তু অনেকক্ষণ ধরে হর্ন দেওয়ার পরও ওই লোক না শোনায় ক্ষিপ্ত হয়ে ওই কিশোরী নিজের কাছে থাকা ছুরি দিয়ে লোকটিকে আঘাত করে।

সোমবার ছত্তিগড়ের রাজধানী রাইপুরের কঙ্কালিপাড়া এলাকায় ঘটনাটি ঘটছে। নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে সুদামা লাদের নামের ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।

পুলিশ জানায়, বারবার হর্ন দেওয়ার পরও সুদামা সাড়া দেননি। এতে ওই কিশোরী ধরে নেয় সুদামা ইচ্ছাকৃতভা্বে তাকে অগ্রাহ্য করছে, সে স্কুটার থামিয়ে সুদামার উদ্দেশ্যে চিৎকার শুরু করে। এরপরই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে যায়।

সাথে থাকা ছুরি দিয়ে কিশোরী সুদামার গলায় আঘাত করে, মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

সুদামাকে আঘাত করার পর কিশোরী তার মাকে রেখেই তড়িঘড়ি ঘটনাস্থল ত্যাগ করে। পরে নগরীর মন্দির হাসাউদ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। সঙ্গে থাকা ছুরিটিও জব্দ করে।