ভারতের নতুন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের এ প্রার্থী পেয়েছেন ৫২৮ ভোট, প্রতিদ্বন্দী মার্গারেট আলভাকে সমর্থন দিয়েছেন ১৮২ জন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2022, 06:06 AM
Updated : 7 August 2022, 06:06 AM

বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে বিশাল ব্যবধানে পরাজিত করে পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর জগদীপ ধনখড় ভারতের নতুন উপ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, শনিবারের নির্বাচনে ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী ধনখড় পেয়েছেন ৫২৮ ভোট, বিপরীতে আলভা সমর্থন পেয়েছেন মাত্র ১৮২ জনের।

মোট ৭৮০ জন ভোটারের মধ্যে এদিন ভোট দিয়েছেন ৭২৫ জন, তার মধ্যে ১৫টি ভোট বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কোনো প্রার্থীর ৩৫৬ ভোট পেলেই চলতো।

লোকসভায় ২৩ এমপিসহ সব মিলিয়ে ৩৬ ভোটার থাকা তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে ভোটদানে বিরত থাকারে ঘোষণা দেওয়া সত্ত্বেও তাদের দুই এমপি ব্যালটে রায় জানিয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হওয়া এই উপ রাষ্ট্রপতি নির্বাচনে ৫৫ জন ভোটদানে বিরত ছিলেন।

ফল ঘোষণার পর মার্গারেট আলভা নতুন উপ রাষ্ট্রপতি ধনখড়কে অভিনন্দন জানান। তিনি তাকে ভোট দেওয়া বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের ধন্যবাদও দেন।

টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, “নির্বাচন শেষ। সংবিধান রক্ষা, গণতন্ত্রকে শক্তিশালী করা ও পার্লামেন্টের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলবে।”

উপ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় ধনখড়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিপ্রধান জেপি নড্ডা।

শনিবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর এনডিএ জোটের বাইরের অনেক দলেরও সমর্থন পেয়েছেন।

Also Read: বিরোধীদের প্রার্থী পছন্দ হয়নি, উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটই দেবে না তৃণমূল

নবীন পট্টনায়েকের বিজু জনতা দল, জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস, মায়াবতীয়র বহুজন সমাজ পার্টি, চন্দ্রবাবু নাইড়ুর তেলেগু দেশম পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আকালি দল ও একনাথ শিন্ধের নিয়ন্ত্রণে থাকা শিবসেনার একাংশ ধনখড়কে ভোট দিয়েছে।

অন্যদিকে কংগ্রেস-বামফ্রন্টের বাইরে তেলেঙ্গানার রাষ্ট্র সমিতি, আম আদমি পার্টি ও শিব সেনার উদ্ধব ঠাকরে অংশের ৯ এমপির সমর্থন পেয়েছেন আলভা।

২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকা ভৈরন সিং শেখাওয়াতের পর রাজস্থান থেকে দ্বিতীয় কেউ ভারতের উপ রাষ্ট্রপতি হওয়ায় ধনখড়ের গ্রামের বাড়ি ঝুনঝুনুতে চলছে আনন্দ উল্লাস।

জয়পুরে রাজ্য বিজেপির সদরদপ্তরে কর্মী সমর্থকদের ঢোলের তালে নাচতে এবং মিষ্টি বিলাতেও দেখা গেছে।

গত মাসে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে এনডিএ জোটের দ্রৌপদী মুর্মু বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে সহজেই হারিয়ে রাইসিনা হিলকে ঠিকানা বানিয়েছেন।