ছত্তিশগড়ে পুলিশের গাড়িতে মাওবাদীদের হামলা, নিহত ১১

তাদের বহনকারী ভাড়া করা মিনি বাসের চালক ও ১০ ‍পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2023, 05:45 PM
Updated : 26 April 2023, 05:45 PM

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ১০ পুলিশ সদস্যসহ তাদের বহনকারী গাড়ির চালক নিহত হয়েছেন।

বুধবার প্রদেশটির দান্তেওয়াড়া জেলায় এই হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর নিন্দা জানিয়েছেন।

এনডিটিভি জানায়, একটি মাওবাদী বিরোধী অভিযানের পর ফেরার পথে একটি ভাড়া করা গাড়িতে এই হামলা হয়। এতে তাদের বহনকারী মিনিবাসটিতে প্রায় ৫০ কেজি ওজনের উন্নত বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছিল।

বিস্ফোণের জায়গাটিতে ১০ ফুটের মতো একটি গর্তের সৃষ্টি হয়েছে।

এদিকে হামলার পরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, “ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় যে সাহসী কর্মীদের হারিয়েছি তাদের প্রতিশ্রদ্ধা ও শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। তাদের এই আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।”

নিহত পুলিশ সদস্যরা প্রদেশটির পুলিশের বিশেষ শাখা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)- এর সদস্য বলে জানায় এনটিভি।

স্থানীয় আদিবাসীদের প্রশিক্ষণের মাধ্যমে মাওবাদীদের বিরুদ্ধে লড়ই করতে এই শাখাটি গড়ে তোলা হয়েছে।

এদিকে হামলার ঘটনাকে দুঃখজনক বলছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।

এক সপ্তাহ আগে প্রদেশটির বিজাপুরে কংগ্রেস বিধায়ক বিক্রম মান্ডবীর গাড়ি বহরে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

এনডিটিভি জানায়, মাওবাদীদের শেষ বড় হামলাটি ২০২১ সালের এপ্রিলে বিজাপুর ও সুকমা জেলার মধ্যবর্তী অঞ্চলে সংঘটিত হয়েছিল। ওই হামলায় ২২ জন নিরাপত্তারক্ষী নিহত হয়।