ভারতের কর্ণাটক রাজ্যে নতুন বছর উদযাপনের অনুষ্ঠানে নিজ বাড়িতে আসা এক অতিথিকে ভুল করে গুলি করে হত্যার পর হার্ট অ্যাটাকে মারা গেছেন এক বৃদ্ধ।
গত শনিবার রাতে কর্ণাটকের শিবমোগগা নগরীতে মঞ্জুনাথ ওলেকারের (৬৭) বাড়ির অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।
বিবিসি জানায়, নতুন বছর উদযাপন করতে আকাশে ফাঁকা গুলি ছোড়ার জন্য নিজের বন্দুক প্রস্তুত করছিলেন মঞ্জুনাথ ওলেকার।
কিন্তু বন্দুকে গুলি ভরার সময় হঠাৎ ভুল করে ট্রিগারে চাপ পড়ে গুলি বেরিয়ে গেলে তাতে বিদ্ধ হন তার পাশে দাঁড়িয়ে থাকা বিনয় (৩৪)। আহত বিনয়কে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রোববার সন্ধ্যায় মারা যান তিনি।
ওলেকারের ছেলের বন্ধু ছিলেন বিনয়। তার এমন মৃত্যুতে অত্যন্ত শোকাহত হয়ে হার্ট অ্যাটাকে মারা যান ওলেকার। পুলিশ কর্মকর্তা মিথুন কুমার বিবিসি-কে একথা জানিয়েছেন।
ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছে, ওলেকার তার লাইসেন্স করা বন্দুকটি এর আগেও নতুন বছর উদযাপন অনুষ্ঠানে ফাঁকা গুলি ছুড়তে ব্যবহার করেছেন।
শিবমোগগার নগরীর পুলিশ সুপারিন্টেনডেন্ট মিঠুন কুমার বলেন, আগ্নেয়াস্ত্র শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবহার করা যায়। ফাঁকা গুলি ছুড়ে উৎসব উদযাপন করতে নয়।
আকাশে ফাঁকা গুলি ছুঁড়ে বিয়ে বা অন্যান্য উৎসব উদযাপন করা ভারতে একটি প্রচলিত রীতি। এতে প্রায়ই দুর্ঘটনাবশত হতাহতের ঘটনা ঘটে থাকে।