প্রমোদতরীর মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের মুখে শাহরুখ খানের ছেলে
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2021 03:04 PM BdST Updated: 03 Oct 2021 03:04 PM BdST
-
শাহরুখ ইতোমধ্যেই ছেলের জন্য প্রখ্যাত এক আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। ছবি: আনন্দবাজার পত্রিকা
মুম্বাই উপকূলে একটি প্রমোদতরীতে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য আটক আট জনের মধ্যে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও রয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
শনিবার কর্ডেলিয়া নামের এক প্রমোদতরীর রাত্রিকালীন এক পার্টি থেকে তাদের আটক করা হয়। এরপর রোববার সকাল থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুই নারীসহ যে আট জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন, মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমীত সিং, মোহাক জাসওয়াল, ভিকরান্ত ছোকার, গোমিত চোপরা, আরিয়ান খান ও আরবাজ মার্চেন্ট।
পার্টিতে মাদক নেওয়ার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার কথা এক বিবৃতিতে নিশ্চিত করেছে এনসিবি।
“আরিয়ান খানসহ আট জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বক্তব্যের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে,” বিবৃতিতে বলেছে মাদক বিরোধী সংস্থাটি।
এনসিবি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, প্রমোদতরীর পার্টিতে মাদক নিয়েছেন বলে স্বীকার করেছেন ২৩ বছর বয়সী আরিয়ান। ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তিনি এ স্বীকারোক্তি দেন।
যাত্রীর ছদ্মবেশে এনসিবির একটি টিম কর্ডেলিয়া জাহাজে উঠেছিল বলে জানা গেছে।
সংস্থাটি জানিয়েছে, জাহাজের ওই পার্টি থেকে একসট্যাসি, কোকেইন, এমডি (মেফিড্রোন) ও চরস জব্দ করেছে তারা।
কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি মুম্বাই ত্যাগ করার পর পার্টি শুরু হয় আর তারপর থেকে তারা সাগরেই ছিল।
ঊর্ধ্বতন এক এনসিবি কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, “তাদের বিবৃতি রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার ঘটনার ওপর ভিত্তি করে করা হবে এবং অভিযুক্তকে এনডিপিএস আদালতে তোলা হবে।”
শাহরুখ ইতোমধ্যেই ছেলের জন্য প্রখ্যাত এক আইনজীবীকে নিয়োগ দিয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা গেছে।
গত বছর থেকেই ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো মাদকবিরোধী মামলাগুলোতে সক্রিয়ভাবে লড়ে যাচ্ছে।
গত মাসে গুজরাটের মুন্দ্রা বন্দরে ৩০০০ কেজি হেরোইন জব্দ করে ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। এর আগে তারা দিল্লি ও উত্তর প্রদেশের নয়ডা থেকে প্রায় ৩৭ কেজি মাদকদ্রব্য উদ্ধার করেছিল।
-
হোটেল–রেস্তোরাঁয় ‘সার্ভিস চার্জ’ নিষিদ্ধ করল ভারত
-
বাচ্চার দুধ কেনার টাকাও নেই, শ্রীলঙ্কায় লঙ্গরখানায় বাড়ছে মুখ
-
পাকিস্তানের কোয়েটায় বাড়ি ধসে ও পানিতে ডুবে ৬ মৃত্যু
-
পেট্রলের মজুদ ফুরাচ্ছে শ্রীলঙ্কায়, নতুন চালান ‘আড়াই সপ্তাহ পর’
-
ভারতের হিমাচলে গিরিসঙ্কটে স্কুলবাস পড়ে শিশুসহ নিহত ১৬
-
ভারতে হিন্দু দর্জি হত্যার ২ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার
-
নূপুর শর্মার বক্তব্য তুলে ধরা সাংবাদিকের বিরুদ্ধে আরও ‘অভিযোগ’
-
শ্রীলঙ্কা: দিনের পর দিন কাটছে পেট্রোল স্টেশনে
-
হোটেল–রেস্তোরাঁয় ‘সার্ভিস চার্জ’ নিষিদ্ধ করল ভারত
-
বাচ্চার দুধ কেনার টাকাও নেই, শ্রীলঙ্কায় লঙ্গরখানায় বাড়ছে মুখ
-
পাকিস্তানের কোয়েটায় বাড়ি ধসে ও পানিতে ডুবে ৬ মৃত্যু
-
পেট্রলের মজুদ ফুরাচ্ছে শ্রীলঙ্কায়, নতুন চালান ‘আড়াই সপ্তাহ পর’
-
ভারতের হিমাচলে গিরিসঙ্কটে স্কুলবাস, নিহত ১৬
-
ভারতে হিন্দু দর্জি হত্যার ২ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পিএসজির নতুন কোচ গালতিয়ে