ভারতে প্রথম বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বালকের মৃত্যু

ভারতের করোনাভাইরাস মহামারীর মধ্যে নতুন আতঙ্ক বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয়ে প্রথম ১১ বছরের এক বালকের মৃত্যু হয়েছে।

>>রয়টার্স
Published : 21 July 2021, 06:01 PM
Updated : 21 July 2021, 06:01 PM

এইচ৫এন১ বার্ড ফ্লুয়ে আক্রান্ত হরিয়ানার এই বালক ২ জুলাইয়ে রাজধানী দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিল।

মঙ্গলবার দেহের বেশকিছু অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে বালকটি মারা যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে সরকার।

ভারতে কোনও মানুষ বার্ড ফ্লু সংক্রমিত হওয়া এবং মারা যাওয়ার খবর এটিই প্রথম।

বিবৃতিতে বলা হয়, বালকটিকে চিকিৎসা করা স্বাস্থ্যকর্মীদেরসহ তার পরিবারেরও সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। রোগীর সংস্পর্শে আর কারা কারা এসেছে তাদেরও খোঁজ শুরু করেছে কর্তৃপক্ষ।

হরিয়ানায় এখন পর্যন্ত আর কারও মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ পাওয়া না গেলেও নজরদারি বাড়ানো হয়েছে। দেড় বছরের বেশি সময় ধরে করোনাভাইরাস মহামারীর প্রকোপ চলছে। এ পরিস্থিতিতে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

ভারতের মুরগির খামারগুলোতে গত দু’দশকে অনেকক্ষেত্রেই বার্ড ফ্লুয়ের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে তার সবই নিয়ন্ত্রণে আনা হয়েছে। মানুষের দেহে বার্ড ফ্লু সংক্রমণের খবর দেশটিতে এর আগে পাওয়া যায়নি।