কোভিড-১৯: টিকা নিলেন দালাই লামা

তিব্বতের আধ্যাত্মিক গুরু দালাই লামা কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ গ্রহণ করার পর অন্যদেরও এ টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 01:10 PM
Updated : 7 March 2021, 01:10 PM

বিবিসি জানায়, শনিবার ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা নগরী একটি হাসপাতাল থেকে তিনি টিকা নেন। তাকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে।

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে কোভিড-১৯ এর টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথমে স্বাস্থ্যকর্মী এবং মহামারীর বিরুদ্ধে সম্মুখসারির যোদ্ধাদের টিকা দেওয়া হচ্ছিল।

১ মার্চ থেকে দেশটিতে টিকাদানের পরিধি বাড়িয়ে ৬০ ঊর্ধ্ব ব্যক্তি এবং ৪৫ থেকে ৫৯ বছরের মধ্যে দীর্ঘমেয়াদে রোগে ভুগছেন এমন ব্যক্তিদের টিকা দেওয়া শুরু হয়েছে।

টিকা নেওয়ার পর দালাই লামা বলেন, ‘কিছু গুরুতর সমস্যা প্রতিরোধ করতে’ লোকজনের টিকা গ্রহণ করা প্রয়োজন।

দালাই লামাকে টিকা দেওয়ার বিষয়ে হিমাচল প্রদেশের কাংরা জেলার প্রধান মেডিকেল অফিসার ডা. গুরদর্শন গুপ্ত বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘একজন সাধারণ মানুষের মতই’ দালাই লামাকে টিকাদান কেন্দ্রে আসতে বলা হয়েছিল।

‘‘নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আমরা কেবল সকালে তাকে টিকা দেওয়ার ব্যবস্থা করি।”

ভারতে এখন পর্যন্ত এক কোটি ১০ লাখের বেশি করোনাভাইরাস আক্র‍ান্ত শনাক্ত হয়েছে। মারা গেছেন এক লাখ ৫৭ হাজারের বেশি মানুষ।

সেখানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং ভারতের কোম্পানি ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন এর টিকা দেওয়া হচ্ছে।

ভারত সরকার আগামী জুলাই মাসের মধ্যে দেশটির ৩০ কোটি ‘প্রায়োরিটি পিপুল’ কে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে।