মুম্বাইয়ে শপিং মলে আগুন

ভারতের মুম্বাইয়ে একটি মলে আগুন লাগার পর শপিং কমপ্লেক্স সংলগ্ন ভবনের প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2020, 04:07 AM
Updated : 23 Oct 2020, 04:07 AM

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৩ মিনিটের দিকে নাগপাডা এলাকার সিটি সেন্টার মলে আগুন লাগে। 

২৪টি ফায়ার ট্রাক ও প্রায় আড়াইশ দমকল কর্মী টানা কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করলেও শুক্রবার সকাল পর্যন্ত তা নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে এনডিটিভি।

দমকল কর্মীদের সঙ্গে মুম্বাইয়ের প্রধান ফায়ার অফিসার শশীকান্ত কালেও আগুন নেভাতে কাজ করছেন।

আগুনের সূত্রপাত কীভাবে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাতে আগুন লাগার পরপরই শপিং মল সংলগ্ন ৫৫ তলা ভবনের বাসিন্দাদের কাছাকাছি একটি মাঠে সরিয়ে নেওয়া হয়। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দুই দমকল কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

সিটি সেন্টার মলের এই আগুনকে ‘৫ মাত্রার’ অগ্নিকাণ্ড ঘোষণা করা হয়েছে।

মুম্বাইয়ের মেয়র কিশোরি পেদনেকার ও অন্যান্য কর্মকর্তারা বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।