কোভিড-১৯: ভারতে মৃত্যু ছাড়াল ১৫ হাজার

বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা নতুন করোনাভাইরাসে ভারতে মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2020, 09:46 AM
Updated : 26 June 2020, 09:46 AM

বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪০৭ জনের মৃত্যু হয়েছে; এ নিয়ে ভারতে সরকারি হিসাবেই কোভিড-১৯ এ মোট মৃত্যু দাঁড়াল ১৫ হাজার ৩০১ এ।

কেবল মৃত্যুই নয়, শনাক্ত রোগীর সংখ্যাও দেশটিতে আগের দিনের রেকর্ড ছাড়িয়ে গেছে।

একদিনে সর্বোচ্চ ১৭ হাজার ২৯৬ জন নতুন সংক্রমিত ব্যক্তি নিয়ে ভারতে শনাক্ত রোগীর সংখ্যা চার লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আনন্দবাজার।

সংক্রমণ প্রতিরোধ দেয়া লকডাউন শিথিল হওয়ার পর থেকেই দেশটিতে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে।

শনাক্ত রোগী ও মৃত্যুতে ভারতের রাজ্যগুলোর মধ্যে সবার উপরে আছে মহারাষ্ট্র। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটির প্রায় দেড় লাখ বাসিন্দার শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি মিলেছে; মৃত্যুও পৌঁছেছে ৭ হাজারের কাছাকাছি।

দিল্লিতে শনাক্ত রোগীর সংখ্যা ৭৩ হাজার ৭৮০, মৃত্যু দুই হাজার চারশ’র বেশি। গুজরাটেও মৃত্যু ১৭০০ ছাড়িয়ে গেছে।

মৃত্যু বাড়ছে তামিল নাডু, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশেও।

নতুন ৪৭৫ রোগী নিয়ে পশ্চিমবঙ্গে শনাক্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রাজ্যের শনাক্ত রোগীর এক তৃতীয়াংশই কলকাতার, বলছেন তারা। রাজ্যটিতে কোভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৬ এ।   

শনাক্ত রোগী ও মৃত্যু উদ্বেগ সৃষ্টি করলেও সুস্থ হয়ে ওঠার হার দেশটির কর্মকর্তাদের স্বস্তি দিচ্ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত দুই লাখ ৮৫ হাজার ৬৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই সংখ্যা একই সময় পর্যন্ত ‘সক্রিয় রোগীর’ চেয়ে বেশি।