৪৩ বছর পর শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি

মাদক সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড পুনর্বহালের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে শ্রীলঙ্কা সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2019, 09:34 AM
Updated : 26 June 2019, 09:47 AM

বুধবার মাদক মামলায় মৃত্যুদণ্ড পাওয়া চার আসামীর দণ্ড কার্যকর অনুমতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ওই দিন রাজধানী কলম্বোয় এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট সিরিসেনা বলেন, “ইতোমধ্যে চার জনের (অভিযুক্ত) মৃত্যুদণ্ডের অনুমতি দিয়েছি আমি। শিগগিরই এটি কার্যকর হবে এবং এরইমধ্যে তারিখও নির্ধারণ করে ফেলেছি আমরা।”

তবে কতো তারিখে ওই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং অভিযুক্তদের নাম, এসব বিস্তারিত জানাননি তিনি।

শেষবার ৪৩ বছর আগে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল শ্রীলঙ্কা। কারো মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়াই শেষ জল্লাদ ২০১৪ সালে চাকরি ছেড়ে দেন। চাকরি ছাড়ার কারণ হিসেবে ফাঁসির মঞ্চ দেখার পর থেকে তিনি মানসিক চাপে ভূগছিলেন বলে জানিয়েছেন।

গত বছর আরেকজনকে জল্লাদ হিসেবে রাখা হয়েছে, কিন্তু তাকে কখনো কাজে লাগানো হয়নি।