২৪ বার হেরেও মেটেনি তার ভোটের আশ

লোকসভা নির্বাচনে ২৪ বার দাঁড়িয়ে হেরেছিলেন বিজয়প্রকাশ কোনদেকার, তাতেও তার ভোটের আশ মেটেনি; তাই এবারও প্রার্থী তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2019, 03:46 AM
Updated : 20 April 2019, 03:46 AM

ধনুকভাঙা পণ নিয়ে ভোটের লড়াই চালিয়ে যাওয়া বিজয়প্রকাশ বাড়ি ভারতের পুনের পশ্চিমাঞ্চলের শহর শিবাজী নগরে।

৭৩ বছর বয়সী এই ব্যক্তির ২৫তম বার স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রচারে নামার খবর এসেছে বিবিসিতে।

কেন ভোটে- বিজয়প্রকাশের ভাষ্যে- “আমি সবাইকে দেখাতে চাই যে দলীয় রাজনীতিই ভারতের গণতন্ত্রের একমাত্র পথ নয়।

“আমার পরিকল্পনা হল, স্বতন্ত্র প্রার্থীদের সামনে এগিয়ে আনা, আমার মতো। তাইলেই আমরা সব দুর্নীতি থেকে মুক্ত হতে পারব।”

আগামী ২৩ এপ্রিল ভোট হবে বিজয়প্রকাশের আসনে, এবারও আশাবাদী তিনি।

বিজয়প্রকাশের আশা, একদিন ভারতের প্রধানমন্ত্রী বনে যাবেন তিনি।

আর তাহলে ১২০ কোটি ভারতীয়র প্রত্যেককে ১৭ হাজার রুপি দেবেন বিজয়প্রকাশ। তার দাবি, সরকারি বিভিন্ন অপব্যয় কমালেই এই অর্থ সংস্থান সম্ভব।

বিজয়প্রকাশ চাকরি করতেন মহারাষ্ট্রের বিদ্যুৎ বিভাগে। গত শতকের ৮০ এর দশকের শেষ ভাগে চাকরি ছেড়ে ভোটের নেশায় মাতেন তিনি।

শুধু ধুতি পরে স্টিলের একটি কার্টে ভোটের সাইনবোর্ড নিয়ে দীর্ঘ চুলের বিজয়প্রকাশের ঘুরে বেড়ানোর সঙ্গে পরিচিত পুনেবাসী।

এর আগে বিভিন্ন ধরনের ২৪টি নির্বাচনে হারা বিজয়প্রকাশের আশায় ভোটের পরিসংখ্যান তেমন ভিত্তি দেয় না। ২০১৪ সালের লোকসভার ৬৪৫ আসনে ৩ হাজার স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তবে তাদের মধ্যে জিতেছেন কেবল তিনজন।