আফগানিস্তানের বোমা, বন্দুক হামলার ঘটনায় নিহত ২১

আফগানিস্তানের জালালাবাদ শহরে আত্মঘাতী বোমারু ও বন্দুকধারীদের হামলার ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2019, 08:22 AM
Updated : 6 March 2019, 09:09 AM

বুধবার জালালাবাদের একটি নির্মাণ কোম্পানির দপ্তরে হামলাটি চালানো হয় এবং এতে ওই কোম্পানির ১৬ জন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক এক কর্মকর্তা, খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, ওই কোম্পানির দপ্তরের সামনে দুই বোমারুর আত্মঘাতী বিস্ফোরণের মধ্য দিয়ে হামলাটি শুরু হয়, এরপর দপ্তরটি লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি শুরু করে।

তিনি জানান, হামলার ঘটনায় কোম্পানিটির কয়েকজন রক্ষীসহ মোট ১৬ জন এবং দুই আত্মঘাতী ও তিন বন্দুকধারীসহ মোট পাঁচ হামলাকারী নিহত হয়েছেন।

নানগারহারের প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, ওই নির্মাণ কোম্পানির চার কর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা সঙ্কটজনক।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলায় দায় স্বীকার করেনি।

জালালাবাদ পাকিস্তানের সীমান্তবর্তী আফগান প্রদেশ নানগারহারের রাজধানী। এই প্রদেশটিতে আফগানিস্তানে সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস) শক্তিশালী অবস্থান আছে। ২০১৫ সালে তৎপরতা শুরু করার পর থেকে আইএস দেশটির অন্যতম সবচেয়ে বিপজ্জনক জঙ্গিগোষ্ঠীতে পরিণত হয়েছে।