আসামে বিষাক্ত মদে মৃতের সংখ্যা বেড়ে ১৫০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও সাড়ে তিনশ মানুষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2019, 05:14 AM
Updated : 24 Feb 2019, 02:57 PM

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ হাজার লিটার দেশি মদ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাট জেলার চা বাগানের শতাধিক শ্রমিক গত বৃহস্পতিবার সাপ্তাহিক বেতন পাওয়ার পর স্থানীয়ভাবে তৈরি দেশি মদ ‘হোচ’ পানে অসুস্থ হয়ে পড়েন।

গোলাঘাট সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘ভেজাল দেশি মদ’ খাওয়ার কারণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে।

একই রকম ঘটনা ঘটে জরহাট জেলায়। দুই জায়গাতেই তদন্ত শুরু করেছে রাজ্য সরকারের তদন্ত দল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। 

ভারতে, বিশেষ করে উত্তারাংশের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ভেজাল মদ পানে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে।

সপ্তাহ দুয়েক আগেও উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে বিষাক্ত মদপানে শতাধিক মানুষ মৃত্যু হয়।

২০১১ সালে পশ্চিমবঙ্গে একই ধরনের ঘটনায় ১৭২ জনের মৃত্যু হয়েছিল।