দিল্লিতে এক্সপ্রেস ট্রেনের এসি বগিতে ডাকাতি

ভারতের রাজধানী দিল্লির কাছে একটি এক্সপ্রেস ট্রেনের এসি বগিতে ডাকাতির ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2019, 07:07 AM
Updated : 17 Jan 2019, 07:07 AM

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে জম্মু থেকে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে ওই ডাকাতি হয় বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বদলি নামক এলাকায় ট্রেনটি থামলে অজ্ঞাত সশস্ত্র ডাকাতরা বি৩ ও বি৭ এসি বগির যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, সোনার গহনাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। 

ট্রেনটিতে থাকা এক যাত্রী পরে ভারতীয় রেলের অনলাইন অভিযোগ পোর্টালে লেখা এক পোস্টে ‘ভীতিকর’ ওই পরিস্থিতির বর্ণনাও দিয়েছেন।

“হঠাৎই অজ্ঞাত ৭ থেকে ১০ জন দুর্বৃত্ত ট্রেনের বি৩ ও বি৭ বগিতে ঢোকে। তাদের সঙ্গে ছিল ধারালো ছুরি। যাত্রীদের ঘাড়ের কাছে ছুরি ধরে যা যা মূল্যবান সামগ্রী আছে সব দিয়ে দিতে বলছিল তারা,” লিখেছেন তিনি।

১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই এ ডাকাতির ঘটনা শেষ হয় বলে জানিয়েছেন এ যাত্রী।   

ভারতের নর্দার্ন রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেলওয়ে সুরক্ষা বাহিনী ঘটনাটির তদন্ত করছে।  দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে তারা।