নেতার পা ধোয়া পানি খেলেন বিজেপি কর্মী

ভারতের ঝাড়খান্ড রাজ্যে এক বিজেপি নেতার পা ধোয়ার পর ওই ময়লা পানি পান করেছেন বিজেপির এক কর্মী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2018, 09:07 AM
Updated : 17 Sept 2018, 10:57 AM

রোববার ঝাড়খান্ডের গোড্ডায় বিজেপির এক প্রচারণা সমাবেশে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তা ভাইরাল হয়েছে। এ ঘটনায় ঝাড়খান্ডের বিজেপি দলীয় আইনপ্রণেতা নিশিকান্ত দুবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

প্রকাশিত খবরে জানা গেছে, গোড্ডার সমাবেশে দুবে নিজের বক্তৃতা শেষ করার পর বিজেপি কর্মী পবন একটা পিতলের থালা ও একটা লোটা নিয়ে তার পায়ের কাছে বসে। এরপর পবন দুবের পা ধোয়, কাপড় দিয়ে পা মুছিয়ে দেয় ও থালায় থাকা পা ধোয়া পানি পান করে।

এ সময় উপস্থিত বিজেপি কর্মীরা ‘পবন ভাই জিন্দাবাদ’ বলে আওয়াজ তোলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে সোমবার দুবে আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, তার প্রতি সমর্থকদের ভালবাসাটা বুঝতে যারা অক্ষম তারাই তার সমালোচনা করছেন।

এটিকে ঝাড়খান্ডে অতিথিদের সম্মান করার সাধারণ প্রথা এবং মহাভারতে সুদামার জন্য ‘ভগবান’ কৃষ্ণও একই কাজ করেছিলেন বলে দাবি করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দুবে বলেছেন, “এক দিন আমিও পবনের পা ধোয়ার সুযোগ পাবো।”

সমর্থকরা তাকে ভালোবাসে, তাই তারা এমন করেছে বলে যোগ করেছেন তিনি।

কংগ্রেস ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) দুবের সমালোচনা করে বলেছে, “বিজেপি নেতাদের দাম্ভিকতা চরম অবস্থায় পৌঁছে গেছে।”