বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলা, চীনা নাগরিকসহ আহত ৫

পাকিস্তানের বেলুচিস্তানে দালবানদিন বাইপাস এলাকায় একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় চীনা নাগরিকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2018, 09:03 AM
Updated : 11 August 2018, 09:04 AM

সাইনডাক কপার-গোল্ড খনির কাজে নিয়োজিত কর্মকর্তাদের একটি দল হামলার শিকার হওয়া বাসটিতে ছিল বলে শনিবার এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ডন।

আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্টাবুলালিরর (এফসি) সেভেন্টি ফিফথ উইংয়ের সদস্যরা চীনা নাগরিকসহ খনি কর্মকর্তাদের বহন করা বাসটিকে সুরক্ষা দিয়ে চাঙ্গির সাইনডাক থেকে দালবানদিনের দিকে নিয়ে যাচ্ছিলেন।

হামলার সময় আত্মঘাতী বোমারু একটি জামইয়াদ ট্রাক ব্যবহার করেছিলেন বলেও জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো। ইরানিদের নির্মিত এ ধরনের ট্রাকগুলো সাধারণত তেল পরিবহনে ব্যবহৃত হয়।   

যে এলাকায় এ আত্মঘাতী বোমা হামলা হয়েছে সেটি ইরান ও পাকিস্তানের পূর্ব সীমান্তের কাছে বলেও জানিয়েছে ডন।  

হামলায় জামইয়াদ ট্রাকটি একেবারেই ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খনি কর্মকর্তাদের বহনে নিয়োজিত বাসটিও।

এফসির দুই সেনা ও তিন বিদেশি আত্মঘাতী ওই হামলায় আহত হয়েছেন জানা গেলেও আঘাতের ধরন নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের অবস্থা স্থিতিশীল, তাদের দালবানদিনের আরব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।