আফগান বাহিনীর কাছে ১৫২ আইএস জঙ্গির আত্মসমর্পণ

আফগানিস্তানে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে ইসলামিক স্টেটের (আইএস) ঊর্ধ্বতন নেতা মালাওয়ি হাবীব উর রেহমানসহ ১৫০ জনের বেশি জঙ্গি।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2018, 06:21 PM
Updated : 2 August 2018, 06:21 PM

আইএস নেতাসহ তার ১৫২ যোদ্ধা মঙ্গলবার দিনশেষে জাওযান প্রদেশে আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে আফগান সেনাবাহিনী।

প্রত্যেকেই সেনাদের কাছে তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম জমা দিয়েছে।

তবে আইএস ও অন্যান্য সরকারবিরোধী সশস্ত্র দলগুলো এ পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওযান প্রদেশ মোটামুটি শান্ত এলাকা হলেও সেখানে সম্প্রতি নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে।

প্রদেশটির কিছু কিছু এলাকায় তালেবান জঙ্গি গোষ্ঠী এবং আইএস যোদ্ধাদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। এর মধ্যেই আত্মসমর্পণের এ ঘটনা ঘটল।