মধ্যপ্রদেশে সুপার ফাস্ট এসি এক্সপ্রেস ট্রেনে আগুন

ভারতের একটি সুপার ফাস্ট এসি এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2018, 08:58 AM
Updated : 21 May 2018, 08:58 AM

সোমবার রাজধানী নয়া দিল্লি থেকে বিশাখাপট্টনাম যাওয়ার পথে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের কাছে অন্ধ্রপ্রদেশ এসি সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন লাগে বলে খবর এনডিটিভির।

ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

ভারতের রেলওয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র বেদ প্রকাশ জানিয়েছেন, এ ঘটনায় কেউ আহত হননি।

আগুন লাগার কারণ তখনো জানা যায়নি বলে মন্তব্য প্রকাশের। 

তিনি আরও জানান, গোয়ালিয়রের বিড়লানগর স্টেশনের কাছে আগুনের সূত্রপাত হয় এবং সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেনের বি৬ বগি থেকে সংলগ্ন বি৭ বগিতে ছড়িয়ে পড়ে।

এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শীর নেওয়া ভিডিওতে দুটি এয়ারকন্ডিশন্ড বগির দরজা দিয়ে ধোঁয়া বের হতে ও আগুন জ্বলতে দেখা গেছে।

জ্বলন্ত বগি দুটোকে ট্রেনের অপর অংশ থেকে আলাদা করে ফেলা হয় এবং যাত্রীদের অন্য বগিতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রকাশ।

এরপর ট্রেনটি গোয়ালিয়র স্টেশনের দিকে এগিয়ে যায় এবং দুপুর ১টা ১০ মিনিটে স্টেশনটিতে পৌঁছায়।