পশ্চিমবঙ্গে বজ্রসহ ঝড়, নিহত ১৩

অল্প সময়ের ব্যবধানে হওয়া বজ্রপাত ও ঝড়ে ভারতের পশ্চিমবঙ্গে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 07:19 AM
Updated : 18 April 2018, 07:19 AM

মঙ্গলবার সন্ধ্যার এ দুর্যোগে কলকাতা, হুগলী, হাওড়া ও বাঁকুড়াতে হতাহতের ঘটনা ঘটে বলে আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে। 

৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে হওয়া বাতাসে দেড় শতাধিক গাছ উপড়ে পড়ায় সড়ক চলাচলেও বিঘ্ন ঘটেছে। ব্যাহত হয়েছে মেট্রো ও ট্রেন যোগাযোগ। নির্ধারিত সময়ের অনেক পরে অবতরণ করে বেশ কয়েকটি বিমানও।

ঝড়ে তার ছিঁড়ে যাওয়ায় কিছু এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়; ধ্বসে পড়ে অন্তত দুটি ভবন।

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, বজ্রসহ ঝড়ের এই তীব্রতা গত কয়েক দশকেও দেখা যায়নি।

সামনে এ ধরনের আরও কালবৈশাখী হতে পারে জানিয়ে অধিবাসীদের সতর্ক থাকতেও পরামর্শ দিয়েছেন তারা।