প্রতিশোধ নিতে সাপের মাথায় পাল্টা কামড়

সাপের কামড় দেওয়ায় প্রতিশোধ হিসেবে ওই সাপের মাথাতেই পাল্টা কামড় বসিয়েছেন ভারতের উত্তর প্রদেশের এক কৃষক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2018, 09:17 AM
Updated : 21 Feb 2018, 06:54 PM

এ ঘটনার পরও কৃষক সোনিলালের বেঁচে থাকায় চিকিৎসকরা বিস্মিত হয়েছেন বলে খবর এনডিটিভির।

“আমি এ ধরণের ঘটনা জীবনেও দেখিনি,” বার্তা সংস্থা এএনআইকে এমনটাই বলেন উত্তর প্রদেশের হারদোই-র চিকিৎসক সঞ্জয় কুমার।

টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার মাধোগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারের রাষ্ট্র পরিচালিত ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্স সার্ভিস কাছাকাছি শুক্লাপুর ভাগড় গ্রামে এক কৃষকের অচেতন হয়ে পড়ে থাকার খবর পায়। আহত সোনিলালকে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসার পরই তার জ্ঞান ফিরে আসে।

তার শরীরে সাপের কামড়ের কোনো চিহ্ন খুঁজে পাননি চিকিৎসকরা।

কী ঘটেছিল জানতে চাইলে সোনিলালই তখন সাপকে পাল্টা কামড় দেওয়ার কথা জানান।

“সাপটি কামড়েছিল, তাই আমি ওর মাথা ধরে চিবিয়ে ফেলি, সেটি মারা যায়। এরপর আমি এটাকে গ্রামে নিয়ে আসি ও ধড় আলাদা করে ফেলি,” বার্তা সংস্থা এএনআইকে এমনটাই বলেন তিনি। 

প্রত্যক্ষদর্শীরা অচেতন সোনিলালের পাশে কামড়ে ক্ষত বিক্ষত সাপটিকে দেখতে পাওয়ার কথাও জানিয়েছেন। বেশ কয়েকজন গ্রামবাসী মৃত সাপটিকে পাইথন হিসেবে চিহ্নিত করেছেন। 

সাপকে কামড়ানোর পরও সোনিলালের অক্ষত থাকায় বিস্ময় প্রকাশ করে চিকিৎসক সঞ্জয় কুমার বলেন, “তিনি সাপের মাথার অর্ধেকটা চিবিয়ে ফেলেও দিব্যি সুস্থ আছেন। আমি আমার জীবনেও এরকম কিছু দেখেনি।”