দুর্ঘটনায় আহত স্ত্রীর কোনো খবর নেননি মোদী

দুর্ঘটনায় আহত স্ত্রী যশোধাবেনের কোনো খবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেননি বলে অভিযোগ উঠেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2018, 03:46 AM
Updated : 16 Feb 2018, 03:50 AM

গত বুধবার রাজস্থানে যশোদাবেনের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। অল্পের জন্য রক্ষা পেলেও মারা যান তার পরিবারের একজন।

যশোদাবেনের ভাই অশোককে উদ্ধৃত করে আনন্দবাজার জানিয়েছে, এই সময়ে স্ত্রীর কোনো খবর নেননি মোদী।

গুজরাতের মেহসানায় অশোকের সঙ্গেই থাকেন যশোদাবেন। হাসপাতাল থেকে যশোদাবেনকে বাড়িতে আনা হয়েছে বলে জানান তিনি।

অশোক বলেন, দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী কিংবা তার দপ্তর থেকে কোনো ফোন আসেনি।

“কেউ খোঁজ নেয়নি। গুজরাট সরকার থেকেও কেউ খোঁজ নেয়নি। তবে দুর্ঘটনার সময় রাজস্থান সরকার সাহায্য করেছে।”

যশোদাবেন

নরেন্দ্র মোদী

যশোদাবেনের সঙ্গে বিয়ের কথাটি মোদী কখনও মুখ খোলেননি। তাদের যোগাযোগও নেই। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তার স্ত্রী হিসেবে আইনি নিরাপত্তা পাচ্ছেন যশোদাবেন।

যশোদাবেন আহত হওয়ার পর বিজেপির নেতাদের কাছে খবর জানতে চাইলে তারা ‘প্রধানমন্ত্রীর স্ত্রী আমাদের ধরাছোঁয়ার বাইরে‘ বলে সাংবাদিকদের এড়িয়ে যান।

দুর্ঘটনার দিন পার্লামেন্টে বক্তব্য রাখেন মোদী; রাজ্যসভায় কংগ্রেসের নেত্রী রেণুকা চৌধুরীর হাসি নিয়ে কটাক্ষ করায় সমালোচনায় পড়তে হয়েছিল তাকে।

বিরোধীরা বলেছিলেন, যনি নিজের স্ত্রীকে যিনি সম্মান দিতে জানেন না, তিনি কী করে অন্য নারীদের সম্মান রক্ষা করবেন?

বিজেপি নেতাদের প্রতিক্রিয়া, এটা নিতান্তই ব্যক্তিগত বিষয়। এই নিয়ে ‘রাজনীতি করা’ উচিৎ নয়।