স্তন ক্যান্সার: সচেতন হোন ৩০ থেকেই

স্তন ক্যান্সারে ঝুঁকি রয়েছে কি না  বুঝতে চল্লিশ বছর বয়স থেকে নিয়মিত পরীক্ষার প্রয়োজন রয়েছে। তবে এর আগেও স্তন ক্যান্সারের ঝুঁকির দিকে নজর রাখা জরুরি হতে পারে; আর তাই নারীর ৩০ বছর বয়সেও স্তন ক্যান্সার ঝুঁকি পরীক্ষা করে দেখা জরুরি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2021, 02:12 PM
Updated : 12 March 2021, 02:31 PM

ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ে তিন ধরনের পরীক্ষা করানো যায়। তবে চিকিৎসকের পরামর্শ মেনেই উপযোগী পরীক্ষা বেছে নিতে হবে।

ম্যামোগ্রাম এক ধরনের এক্স-রে যা স্তনের পরিবর্তন শনাক্ত করতে পারে। যারা কোনো স্বাস্থ্যঝুঁকির কারণে এমআরআই করাতে পারছেন না, তাদের বেলায় ব্রেস্ট আলট্রাসাউন্ড করানো হয়।

এছাড়া ম্যামোগ্রাম অথবা আলট্রাসাউন্ডের রিপোর্ট স্তনে সন্দেহজনক পরিবর্তন শনাক্ত হলে ওই অংশের বিষদ বিশ্লেষণে এমআরআই করানো হয়।