বলিউডের তারকা সোনম কাপুরের ওই ছবি ‘অনুপ্রেরণা’ জাগাচ্ছে অনেককে।
Published : 19 Oct 2022, 12:30 PM
উৎসবের সাজে ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন সোনম কাপুর; তাতে দেখা গেল মেকআপ চলার ফাঁকেই সন্তানকে বুকে নিয়ে দুধ খাওয়াচ্ছিলেন বলিউডের এই নতুন মা।
অনিল কাপুরের স্ত্রী সুনিতা কাপুর প্রতি বছর কার্তিক মাসে করবা চৌথের বিশাল আয়োজন করেন। তাতে যোগ দেন বলিউডের নামি নায়িকারা।
মায়ের এই আয়োজনে যোগ দিতে সাজগোজ করতে নিজের টিম নিয়ে মেকআপ টেবিলের সামনে বসেছিলেন সোনম। কীভাবে মেকআপ দেওয়া হচ্ছিল, কী শাড়ি পরলেন, কেমন দেখাচ্ছে- উৎসুক ফ্যানদের এসব জানাতেই ইনস্টাগ্রামে তিনি সেই ভিডিও পোস্ট করেন।
সোনম যখন সন্তানকে বুকের দুধ দিচ্ছিলেন, তখন টিমের সদস্যদের মেকআপের তুলি আর চুলের ভাঁজ ঠিক করা চলছিলই।
গত অগাস্টে এই বলিউড অভিনেত্রী আর তার স্বামী ব্যবসায়ী আনন্দ আহুজার ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।
সোনম কাপুরের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর একটি ছবি নিজের ফেইসবুক পেইজে শেয়ার করেন বাংলাদেশি মডেল বারিশা হক।
তাতে তিনি লেখেন, “বলিউডের সুপারস্টার সোনম কাপুর মেকআপ নেওয়ার সময়ের পেছনের ছবি তুলে ধরেছেন। যেখানে তিনি সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন। এটা সত্যিই এক অনুপ্রেরণা।”