স্তন ক্যান্সার সচেতনতায় মেঘনা গ্রুপের ‘পিংক ডে’

‘পিংক ডে’ পালনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা গোলাপী টি-শার্ট পরে অফিসে আসেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2022, 11:20 AM
Updated : 18 Oct 2022, 11:20 AM

স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে ‘পিংক ডে’ র‍্যালির আয়োজন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ‘ফ্রেশ টিস্যু’। 

এমজিআইয়ের গুলশান-২ এলাকার প্রধান কার্যালয়ে দিনটিকে ‘পিংক ডে’ হিসেবে পালন করা হয়।

মঙ্গলবার ‘পিংক ডে’ পালনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা গোলাপী টি-শার্ট পরে অফিসে আসেন।

তারপর অফিসের সামনে আয়োজিত র‍্যালিতে যোগ দেন তারা।

এছাড়া সোশাল মিডিয়ায় র‍্যালির ছবিও শেয়ার করেন।

বিশ্বব্যাপী অক্টোবর মাসকে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস' হিসেবে পালন করা হয়, যা ‘পিংক অক্টোবর’ হিসেবেও পরিচিত।

এবারের পিংক অক্টোবরের মূল প্রতিপাদ্য হচ্ছে,  ‘স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা তৈরি ও প্রতিকার নিশ্চিত করা’।

মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু গত কয়েক বছর ধরে স্তন ক্যান্সার সচেতনতা ও শনাক্তে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।

এই কার্যক্রমে এ বছর তাদের সাথে সম্পৃক্ত হয়েছে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এবং ওয়েসিস।

এই আয়োজনে অংশ নেওয়ার কথা জানিয়ে নিজ নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভিডিও বার্তা পোস্ট করেন এশিয়াটিক থ্রিসিক্সটির কো-চেয়ারপারসন সারা যাকের, গ্রে গ্রুপ বাংলাদেশের ম্যানেজিং পার্টনার এবং কান্ট্রি হেড গাউসুল আলম শাওন, গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ আরও অনেকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এমজিআই জানায়, প্রতি বছর বাংলাদেশে প্রতিদিন প্রায় ১৯ জন নারী স্তন ক্যান্সারে মারা যাচ্ছেন।

তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সুস্থতার হার প্রায় ৯০ শতাংশ।