এক সকালের ভয়াবহ আগুনে ঈদের কেনাবেচার উৎসব মাটি হতে বসেছে ঢাকার বঙ্গবাজারের ব্যবসায়ীদের। সেই পোড়া মাঠে চড়া রোদের মধ্যে প্রায় সব হারানোর ধাক্কা সামলে নিজ নিজ দোকানের স্থানে চৌকি পেতে ব্যবসায় ফিরতে শুরু করেছেন দোকান মালিকরা; আশা, ঈদের আগে যদি কিছু আয় হয়।
Published : 12 Apr 2023, 10:19 PM