সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ১২৫ ডিম পেড়ে সাগরে ফিরে গেছে একটি কাছিম। প্রায় দুই ফুট গর্ত করে অলিভ রিডলে প্রজাতির মা কাছিমটি ডিমগুলো পাড়ে। কক্সবাজারের উখিয়া উপজেলার মঙ্গলবার রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার বালিয়ারিতে ডিমগুলো পাওয়া যায়। প্রজনন মৌসুম শুরুর পর প্রতিবছর অক্টোবর থেকে সমুদ্রতীরে আসতে শুরু করে কাছিম। এপ্রিল পর্যন্ত কাছিম ডিম পাড়ে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) মহাপরিচালক অধ্যাপক তৌহিদা রশীদ জানিয়েছেন, ডিমগুলোর বাচ্চা ফোটাতে ৬০ থেকে ৬৫ দিন লাগবে। গত বছর একই সৈকতে একটি কাছিম ৯১টি ডিম পেড়েছিল। সেগুলোর ৮৪টি সুস্থ-সবল কাছিমের বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হয়েছিল।
Published : 01 Feb 2024, 03:41 PM