ক্ষণে ক্ষণে আকাশ কালো হয়ে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। পথিমধ্যে ঝুপ করে নেমে পড়া বৃষ্টিতে অসুবিধায় পড়লেও বিরক্তির বদলে তপ্ত নগরে অনেকে উচ্ছ্বাসই দেখিয়েছেন। টানা গরমের মধ্যে আষাঢ় মাসের শুরুর দিককার এ বৃষ্টিতে মনের আনন্দে ভিজেছেনও অনেকে।
Published : 19 Jun 2023, 07:28 PM